বৃত্তাকার পদ্ধতিতে রোপা আমন ধানের নমুনা শস্য কর্তনে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মানিত উপপরিচালক, জনাব জালাল উদ্দিন স্যার, আরও উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার, জনাব মুরাদুল হাসান স্যার, চাদপুর সদর উপজেলার সম্মানিত উপজেলা কৃষি অফিসার, জনাব আয়শা আক্তার এবং কৃষি সম্প্রসারণ অফিসার, জনাব মো: নিজাম উদ্দিন। আরও উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ও সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি অফিসার। কৃষক ভাইয়েরা সতঃস্ফুর্তভাবে শস্য কর্তনে অংশগ্রহণ করেন।
শুকনা ফলনঃ ব্রিধান 49=4.32টন/হেঃ।
ব্রিধান 87=5.79টন/হেঃ।
স্থানঃ নানুপুর, বাগাদী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস